রাবির ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ, ‘সি’ ইউনিটে অনুপস্থিত ১২ শতাংশ
প্রকাশিত : ০৮:৩৭, ২৬ জুলাই ২০২২ | আপডেট: ০৮:৪০, ২৬ জুলাই ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার। গতকাল সোমবার ভর্তি পরীক্ষার প্রথম দিনেই ৯ হাজার ৮৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। যা ‘সি’ ইউনিটের মোট ভর্তিচ্ছু শিক্ষার্থীর ১২ শতাংশ।
চারটি শিফটে পরীক্ষা গ্রহণ করা হবে। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হবে। শেষ হবে সকাল ১০টায়।
এরপর মাঝে এক ঘণ্টার বিরতির পর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত। আর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চতুর্থ ও শেষ শিফটের ভর্তি পরীক্ষা।
‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭ জন শিক্ষার্থী। চারটি অনুষদ ও একটি ইনস্টিটিউট নিয়ে ‘এ’ ইউনিট। অনুষদগুলো হলো- কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা। এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটও ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত।
এদিকে, সোমবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে ২০২১-২২ শিক্ষাবর্ষের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষার প্রথম দিনেই ৯ হাজার ৮৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। যা ‘সি’ ইউনিটের মোট ভর্তিচ্ছু শিক্ষার্থীর ১২ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এবছর চারটি শিফটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। আজ প্রথম শিফটে অনুপস্থিতির হার ছিল ১০ দশমিক ৪৪ শতাংশ, দ্বিতীয় শিফটে ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ, তৃতীয় এবং চতুর্থ শিফটে অনুপস্থিতির হার ছিল যথাক্রমে ১১ দশমিক ৮৯ এবং ১৭ দশমিক ২০ শতাংশ।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে আরও বলেন, ‘সফলভাবে আনন্দঘন পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, মিডিয়া, রাজনৈতিক সংগঠন সবারই সহযোগিতা ছিল। পরীক্ষার্থী এবং অভিভাবকগণও সহযোগিতা করেছেন।’
আগামীকাল বুধবার (২৭ জুলাই) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ৬২১ জন।
এএইচ
আরও পড়ুন